লিউডের নামকরা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে টানাপোড়েন।তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে সম্পর্কের তিক্ততা আসতেই আলাদা থাকা শুরু করে দিয়েছেন তিনি। একে অপরকে দোষী সাব্যস্ত করে পরোক্ষভাবে নানা বার্তাও দিয়েছেন স্বামী-স্ত্রী দুজনে। তবে সংবাদমাধ্যমে কিছুই খোলসা করেননি সেলিব্রিটি দম্পতি। এখন যে যার জীবনে ব্যস্ত রয়েছেন। শ্রাবন্তী সম্পর্কগুলি ছেলে অন্যের ব্যক্তিগত জীবন এখন প্রেমের মেঘাচ্ছন্ন। মডেল তাহমিনা ঘোষের সঙ্গে প্রেম করছে অভিমুন্য।

দেখেই মাথায় হাত পড়ে ছিল নেটিজেনদের একাংশের। টলিউড থেকে বলিউড, সকলের গেল আবার কে ছাপিয়ে যাবার মত সুন্দরী দামিনী।

সিলিম চেহারার সাথে, টানা টানা চোখ, লাস্যময়ী ঠোঁট। তার চাবুক ফিগারে তৈরি হয়েছে এক আলাদা ফ্যানবেস।

অভিমুন্য সঙ্গে দামিনীর প্রেম বেশ কয়েক দিনের। তবে সম্প্রতি নিজেদের সম্পর্কের বিষয়ে খোলসা করেছেন অভিমুন্য।
দামিনীকে নিয়ে বেশ সিরিয়াস অভিমুন্য। এমনকি শ্রাবন্তী ও ছেলে এই সম্পর্ক নিয়ে বেশ আনন্দিত।ছেলে ও তার প্রেমিকার সঙ্গে রীতিমতো সময় কাটান তিনি। অন্যদিকে দামিনীও ক্রমশ ডার্লিং বৌমা হয়ে উঠেছে।



এই বয়সেই পারফেক্ট স্ত্রী মেটেরিয়াল হয়ে উঠেছেন সে। বাড়িতে অথেন্টিক সুপের মত একটি বিশেষ পদ রান্না করেছে দামিনী।চাইনিজ বানানো অনেকের কাছে সহজ।তবে এ ধরনের অর্থনৈতিক সুপ বানানো হয়তো চাট্টিখানি কথা নয়।


সুপের মধ্যে দেখা যাচ্ছে সুরু সুরু রাইস নুডুলস, চিংড়ি, চাইনিজ স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, বাঁধাকপির পাতা এবং চিকেনের টুকরো।


 পাকা গিন্নির মতোই কাঠের হাতা দিয়ে সুপ নাড়িয়ে চলেছে সে। শ্রাবন্তীর বৌমা হওয়ার জন্য প্রস্তুত দামিনী।

Post a Comment

নবীনতর পূর্বতন